নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান।

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপের শেষ দুটি ম্যাচের পর ভারতের মাটিতেও দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছিল পাকিস্তান। যদিও প্রস্তুতি ম্যাচের ফলাফল তেমন গুরুত্বপূর্ণ নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) তারা বিশ্বকাপ অভিযান শুরু করেছে। 

এদিন টপ অর্ডারের ব্যর্থতায় অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। তবে দলটির মান বাঁচানো একটি জুটি বাধেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। এই দুজনের জোড়া অর্ধশতকে অলআউট হওয়ার আগে পাকিস্তান ২৮৬ রানের সংগ্রহ পেয়েছে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানের মাথায় তিন উইকেট হারায় বাবর আজমের দল। দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপে পা রাখা ডাচরা যেন ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। সেখান থেকে রিজওয়ান-শাকিল পাকিস্তানকে টেনে তোলেন। সমান ৬৮ রানের ইনিংস খেলেছেন দুজনই। 

এছাড়া শেষদিকে মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খানের ত্রিশ পেরোনো ইনিংসে বাবররা শক্ত একটা পুঁজি গড়েছে। পাকিস্তানের এমন ব্যাটিং দৈন্যতায় বড় ভূমিকা রেখেছেন ডাচ পেসার বাস ডি লিড। তিনি একাই চার উইকেট নিয়েছেন।

এর আগে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদার‌ল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

CricExpress

My name is Mehdi Hasan. I am a simple person, and I am very interested in the internet world. I think the internet is like a vast ocean, where starting from the middle does not yield any results. Conquering the Internet requires patience, and self-interest.

1 Comments

  1. werless statas :iwconfig
    werless monitor on:sudo iwconfig wlan0 mode monitor
    werless monitor off:airmon-ng stop wlan0
    Restart Network :service NetworkManager restart
    Easy wifi hack :sudo wifite --dict /user/share/wordlists/rockyou.txt

    ReplyDelete
Previous Post Next Post

Search....